দুর্গাপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী চত্তরে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী মানু মজুমদার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করেছেন।
দুর্গাপুরের ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে সোমবার সন্ধ্যায় দিনব্যাপী কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন সহ প্রায় সাড়ে ৬হাজার বস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক পলাশ কান্তি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি আবদুল হান্নান, সম্পাদক পাভেল চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য চালু নেই