দুর্গাপুরে টানা বর্ষনে রাস্তাঘাট সহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে টানা ২দিনের বর্ষনে পৌর শহরের রাস্তাঘাট সহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬শ’ হেক্টর জমির বোরো ফসল ও মৌসুমী সব্জির ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, মসুরি, ঢেরষ, ষরিসা, রসুন, আলু, কুমড়া, বোরো আমন ধান সহ প্রায় ৬শ’ হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হতে চলেছে। উপজেলার কুল্লাগড়া ও গাওকান্দিয়া ইউনিয়ন সহ পৌরএলাকার জমির ধান গুলো পানিতে তলিয়ে গেছে। গাওকান্দিয়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে পুঁইশাখ চাষ করেছিলাম, ক’দিনের টানা বর্ষণে তার সমস্তটাই নষ্ট হয়ে গেছে। এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এবছর বোরে-আমনের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও দুর্যোগ কবলিত হওয়ায় তা আর সম্ভব হবে না। চর এলাকা গুলোতে ঘুরে দেখাগেছে, তরমুজ, বাদাম ও ডাল ক্ষেত গুলোতে পানি জমে থাকায় খেতের গাছ মরে যেতে শুরু করেছে। কোনো কোনো কৃষক সেচযন্ত্র দিয়ে সব্জি ক্ষেত থেকে পানি সরানোর চেষ্টা করছে।

গাওকান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোতালিব বলেন, বিগত ৫বছরে এমন ভারী বর্ষন হয়নি, আমার ইউনিয়ন সহ পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট প্লাবিত হওয়ায় অকার্যকর হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকলে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও বোরো ফসল সহ মৌসুমী সব্জির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।



মন্তব্য চালু নেই