দুর্গাপুরে জাতীয় কবির ৪০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জেলার দুর্গাপুরে সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয় শনিবার।

সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ আলী আসগর এর সভাপতিত্বে আলোচনা সভায় কবির জীবনী নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধনেশ পত্রনবীশ, নিতাই সাহা, ধ্রুব সরকার, এনসি সরকার, জামাল তালুকদার, সুমল রায়, সাইদুল ইসলাম, আফম সফিউল্লাহ, কামরুল ইসলাম, উস্তাদ লক্ষন পান্ডে প্রমুখ। আলোচনা শেষে সংঘের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



মন্তব্য চালু নেই