দুর্গাপুরে ঔষধ শিল্পে কর্মরতদের মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত ঔষধ শিল্পে সকল প্রতিনিধির স্বার্থ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানী বন্ধসহ সকল এনজিও‘র প্রেসক্রিপশন সার্ভে নিষিদ্ধ ঘোষণার দাবীতে উপজেলা হাসপাতাল মোড়ে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়া‘র সভাপতি মোঃ নয়ন মড়ল, সিনিয়র সহ সভাপতি বিপ্লব কুমার পন্ডিত, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সহ সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, আহ্বায়ক অসীম চন্দ্র দাম, গোপাল কুমার দত্ত, উপদেষ্টা উজ্জল চন্দ্র পাল, সাবেক সভাপতি নুরুদ্দিন আহম্মেদ সৈকত প্রমূখ। বক্তারা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে চাকরীর নিশ্চিতা তাঁদের উপর সকল প্রকার হয়রানী বন্ধের দাবী জানান।



মন্তব্য চালু নেই