দুর্গাপুরে এতিম ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জেলার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী মিলনায়তনে ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন (আই.আই.আর.ও) বা আন্তর্জাতিক ইসলামিক ত্রান সংস্থা আয়োজিত সংস্থার তালিকাভুক্ত এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন (বৃত্তি) অনুদানের চেক বিতরন করা হয় শুক্রবার সন্ধ্যায়।

অনুষ্ঠানে আই.আই.আর.ও বাংলাদেশ এর কান্ট্রিডিরেক্টর অ.ফ.ম আব্দুল মোতালিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আই.আই.আর.ও এর পরিচালক হাসান দরবেশ হামেদ সাহবর, পরিচালক (জেদ্দা) মোঃ খালেদ আবু বকর, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা খান হুমায়ুন কবির, আই.আই.আর.ও‘র স্থানীয় প্রতিনিধি মাওঃ হারুনুর রশীদ প্রমুখ।

অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে সংস্থার তালিকাভুক্ত মোট ১৯৫জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন চেক বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই