দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-১৭ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা চত্বরে জিও-এনজিও কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে ”নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা – বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সুসঙ্গ সরকারী কলেজের প্রভাষক সাহিদা ইয়াসমিন নীলা, ওয়াই ডব্লিউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মোঃ আঃ রব পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সকল কাজে নারী-পুরুষদের সমতার উন্নয়ন ঘটাতে পারলে দেশ তথা সকল কাজেরই উন্নয়ন ঘটানো সম্ভব, এ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।



মন্তব্য চালু নেই