দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত শনিবার ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে পৃথক দু‘টি কর্মসুচীতে স্থানীয় দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়, বিরিশিরি পিটিআই কলেজ মাঠে ‘‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’’ এ প্রতিপাদ্যে বিদ্যালয়ের শিক্ষক মিঠু পন্ডিত ও রুমানা আক্তার লিপির সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলা উদ্দিন আল আজাদ, পৌর মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা খান মোঃ হুমায়ুন কবীর, আদিবাসী নেতা স্বপন হাজং, সুজন সভাপতি অজয় সাহা, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এসএমসি সভাপতি রঞ্জন দাস, এসএমসি সদস্য আসাদুজ্জামান আসাদ, শামীম কবির, আব্দুল করিম। আলোচনা শেষে ১৩জন প্রতিবন্ধীর মাঝে চেক বিতরন শেষে প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অপর দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এ উপলক্ষে পৌর শহরে এক র‌্যালী শেষে ও স্থানীয় আদিবাসী অডিটরিয়াম এ এনজিও সমন্বয় পরিষদ এর সভাপতি পংকজ মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম সাজু, টিডব্লিউএ চেয়ারম্যান বঙ্কিম মানখিন, রোজি রাংসা, এনজিও প্রতিনিধি নিউটন মানখিন প্রমুখ।



মন্তব্য চালু নেই