দুর্গাপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুসঙ্গ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ এর সঞ্চালনায় ‘‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল’’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেশ চন্দ্র পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

এরপর ২৫টি ক্রীড়া ও ২৫টি সাংস্কৃতিক বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



মন্তব্য চালু নেই