দুপুরের আগেই সচিবালয় ফাঁকা

দুপুরের আগেই ফাঁকা হয়ে গেছে সচিবালয়। আগামীকাল শুক্রবার থেকেই ঈদের ছুটি।

আজ বৃহস্পতিবার পুরো সময় অফিস থাকলেও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম।

জানতে চাইলে নাম প্রকাশে অনচ্ছিুক এক কর্মকর্তা বলেন,‘ আগেও এই অবস্থা হয়েছে। এবারও একই অবস্থা।’

শবে-ক্বদর উপলক্ষে গতকাল বুধবার ছিল সরকারি ছুটি। আজ ছিল অফিস। কিন্তু অনেকেই এই একদিন ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। আবার কেউ কেউ সকালে এসে সাক্ষর করে চলে গেছেন। তাই উপস্থিতি কম।

সচিবালয় ফাঁকা থাকলেও খাদ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপস্থিতি বেশ ভালো ছিল। নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী আজ তাদের মন্ত্রণালয়ে অফিস করেছেন। তাই উপস্থিতি ছিল সন্তোষজনক।

এছাড়া, দর্শনার্থীর সংখ্যাও ছিল কম। দুই চারজন ছাড়া আজ সচিবলায়ে তেমন দর্শনার্থী চোখে পড়েনি।

এদিকে বাড়ি যাওয়ার আগে কর্মকর্তা- কর্মচারীরা পরিচিতজন ও বসদের ঈদ মোবারক জানিয়ে কোলাকুলি করে বিদায় নেয়ার দৃশ্যও ছিল চোখে পড়ার মতো।



মন্তব্য চালু নেই