দু’নেত্রীর হাতে দেশের সম্ভাবনা ক্ষীণ

দু’নেত্রীর হাতে যতদিন দেশ থাকবে ততদিন বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সোনারবাংলা পার্টির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলের ওপর থেকে মানুষের আস্থা চলে যাওয়ার বিষয়টিকে পৃথিবীর অদ্ভুত জিনিস বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। তারা আস্থার জায়গা খুঁজছে। ক্ষমতাসীনদের জনপ্রিয়তা চলে যাচ্ছে, যা পৃথিবীর মধ্যে অদ্ভুত। বিরোধী দলের প্রতিও আস্থা থাকছে না জনগণের। এ জন্য বিকল্প কিছু দরকার বলে মনে করে মানুষ। এটা তো আকাশ থেকে নাজিল হবে না। এ জন্য দরকার সবার যৌথ প্রচেষ্টা।’

রাজনীতি শিক্ষিত মানুষদের জন্য মন্তব্য করে তিনি বলেন, ‘রাজনীতি হচ্ছে বুদ্ধিশীলিত মানুষদের দ্বারা পরিচালিত। যারা মনে করেন রাজনীতি মুর্খ ও মাস্তানদের দ্বারা পরিচালিত হবে তারা ভুল করেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বলেন, আপনার কিছু মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে আপনি তাদের নিয়ে রাজনীতি করেন কেন।’

তিনি বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে বলেন, ‘দু’নেত্রীর হাতে যতদিন দেশ থাকবে ততদিন বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ।’

দলের চেয়াম্যান শেখ আবদুন নুর তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ হারুনুর রশিদ, গরিবি হটাও আন্দোলনের চেয়ারম্যান কমরেড নুরুল হক মেহেদি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক।



মন্তব্য চালু নেই