দু’দফা ভূমিকম্পে কাঁপলো রাণীনগর
নওগাঁর রাণীনগরে আধাঘন্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পের ঘটনা ঘটেছে। দু’দফা ভূমিকম্পে কাঁপলো রাণীনগর।
মঙ্গবার দুপুর ১টা ৭ মিনিটে এবং দ্বিতীয় দফায় ১টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম দফায় স্থায়ী হয় দুই থেকে তিন মিনিট।
দ্বিতীয় দফায় এক মিনিট স্থায়ী ভুমিকম্পে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাণীনগর অফিসগুলো থেকে লোকজন বাইরে নেমে আছে।
এ সময় সবার মধ্যে আতংক দেখা দেয়। আশেপাশের ঘরগুলো যেন দুলছিল। মনে হচ্ছিল এখনি ভেঙ্গে পড়বে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই