দুই হামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র্যাব
খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলা করার চেষ্টা করলে র্যাবের গুলিতে নিহত হন এক যুবক। এ ঘটনার সঙ্গে আশকোনার র্যাব ক্যাম্পের হামলার ঘটনার কোনো যোগসাজস আছে কি না সে বিষয়ে নিশ্চত নয় র্যাব। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকালে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফট্যানেন্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখনই বলতে পারছি না যে, দুই ঘটনার মধ্যে কোনো মিল আছে কি না। এটি তদন্তের বিষয়। তদন্ত শেষে বলা যাবে।
প্রসঙ্গত, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র্যাব-৩ এর খিলগাঁও শেখের জায়গা চেকপোস্টে ঢোকার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি গুলি চালান। র্যাব পাল্টা গুলি চালালে ওই যুবক নিহত হন। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হন। আহত দুই র্যাব সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের সীমানা প্রাচীর পার হয়ে ভেতরে ঢোকে এক যুবক। এরপর সেখানে উপস্থিত র্যাবের দুজন সদস্য তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবক কোমরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। তারা হলেন ল্যান্স করপোরাল মিজানুর রহমান ও কনস্টেবল মো. আরিফ। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য চালু নেই