দুই লঞ্চের সংঘর্ষ : ছেলে-মেয়েসহ মা নিহত

বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সম্রাট-৩-এর সঙ্গে ঢাকা থেকে রাঙ্গাবালিগামী জাহিদ-৪ লঞ্চের সংঘর্ষে দুই সন্তানসহ মা নিহত হয়েছেন।

নিহতরা হলেন মা তাসনিমা বেগম (৪৫), ছেলে হিরন (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় এ পরিবারেরই আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা থেকে ঢাকা যাওয়ার পথে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকাসংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট-৩ লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা যাওয়ার পথে জাহিদ-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে আমাদের লঞ্চটির সংঘর্ষ হয়। এতে এর পেছনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলে তাসনিম বেগম ও তার মেয়ে জান্নাত মারা যায়। পরে ঢাকা নেওয়ার পথে ছেলে হিরনও মারা যান।’



মন্তব্য চালু নেই