টিকিট কালোবাজারির অভিযোগে ক্রিকেট বোর্ড কর্মচারি আটক

এশিয়া কাপ টি২০ এর ফাইনালের টিকিট কালোবাজারির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর এক কর্মচারীকে আটক করেছে পল্লবী থানার পুলিশ।

রোববারও স্বল্প সংখ্যক টিকিট বিক্রি করছে বিসিবি। মিরপুর ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী বুথের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহের চেষ্টা করছে ক্রিকেট প্রেমিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গত শুক্রবার বিকাল থেকেই ফাইনালের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়। শনিবার টিকেট বিক্রি শুরুর কিছুক্ষণ পরেই ‘টিকেট শেষ হয়ে গেছে’ বা ‘জাল টিকেট বিক্রি হচ্ছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠে জনতা। এরপর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরে ব্যাংকে হামলা চালায় সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় টিকেট বেচাকেনাও।

পরে আবার টিকিট বিক্রি শুরু হলেও মাত্র দেড় ঘন্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।



মন্তব্য চালু নেই