দুই মন্ত্রীকে আদালতে তলব

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছেন সুপ্রিম কোর্ট। ১৫ মার্চ (মঙ্গলবার) তাদেরকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বে ৯ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এই প্রথম দুই মন্ত্রীকে আদালতে তলব করা হলো।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার বলেছেন, বিচার বিভাগ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য সংবাদ মাধ্যমে বেশ কয়েকদিন যাবত প্রকাশ হয়েছে। দুই মন্ত্রীর এমন বক্তব্যে আমরা স্তম্ভিত, বিচার বিভাগ স্তম্ভিত, সকল বিচারক স্তম্ভিত।



মন্তব্য চালু নেই