দুই বিদেশি হত্যা: সন্দেহের তালিকায় আরো রাজনীতিবিদ

দুই বিদেশি হত্যার ঘটনায় সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ছাড়াও আরও অনেক রাজনীতিবিদ সন্দেহের রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পত্রিকায় বিএনপি নেতা কাইয়ুমের নাম এসেছে। তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। শুধু কাইয়ুম নয়, সন্দেহের তালিকায় রয়েছেন আরও নেতা।

গতকাল দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় ‘বড় ভাই’ ছাড়াও অনেক রাজনীতিবিদ জড়িত আছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন। পরে রাতে সংবাদমাধ্যকে তিনি জানান, বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম সন্দেহের তালিকায় রয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা।



মন্তব্য চালু নেই