দুই নেত্রীর জন্য ৭ দিন, না হলে অনশন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একেএম বদরোদ্দোজা চৌধুরী চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দুই নেত্রীকে আলোচনায় বসার জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে যদি তারা আলোচনায় না বসেন তাহলে সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে অনশনের ডাক দিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর বারিধারার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকেই এগিয়ে আসা উচিৎ বলেও মন্তব্য করেন।

গতকাল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন বিরোধী জোটের নেত্রীর বাসায় তালা নাগনো যেমন অপরাধ, ঠিক একই অপরধ দরজা না খোলা।’

বিএনপির চলমান আন্দোলনকে সমর্থন করেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে আন্দোলনের ফলাফলে মানুষ কষ্ট পায় এমন আন্দোলনের সঙ্গে আমরা নেই।’ তবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না সে প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পরের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দয়া করে প্রয়াত নেতাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবেন না। অশ্রদ্ধা ও অতিকথন বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে।’

তিনি তারেককে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির এক জেষ্ঠ্য নেতা লন্ডনে বসে বঙ্গবন্ধুকে কটূক্তি করে যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি। আবার বাংলাদেশের সংসদে এবং সংসদের বাইরে বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে অশ্রদ্ধা করে যেসব বক্তব্য দেয়া হয়েছে তাও ঠিক হয়নি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে অসতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের বর্তমান পদ্ধতি বহাল রেখে আরো একটা নির্বাচন সম্ভব। সে ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন হতে হবে। সব দলের অংশগ্রহণে আরো একটি নিরপেক্ষ নির্বাচন যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত না হয় ততদিন এই ধ্বংসাত্মক সহিংসতা চলবে।’



মন্তব্য চালু নেই