দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ভালুকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার, চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছ্নে।

শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার সামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে কাঁচামাল ব্যবসায়ী মনির হোসেন (২৫), হেলপার শেরপুর সদরের টিকারচড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সফিক (২৬) ও হাসপাতালে নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ময়মনসিংহগামী চিনিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-১৩৬৪) ও ঢাকাগামী কাঁচামাল ও চাউলভর্তি অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-০৩৭৮) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাঁচামাল ব্যবসায়ী মনির ও হেলপার সফিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন ট্রাকচালক।

আহত ট্রাকচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই