দিল্লির রাজনৈতিক ভাগ্য নির্ধারন আজ

দিল্লিতে সরকার গঠনের বিষয়ে একধাপ এগিয়েছে ক্ষমতাসীন বিজেপি। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিল্লির উপ রাজ্যপাল নজিব জংয়ের ডাকে সাড়া দিয়ে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। সেইমত আজ দিল্লিতে সরকার গঠিত হতে পারে।

দিল্লি বিধানসভায় মোট ৭০টি কেন্দ্রে ৬৭ জন বিধায়ক রয়েছেন। যার মধ্যে ৩২ জনই বিজেপির। দলের তিন বিধায়ক সাংসদ হয়ে যাওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

অন্যদিকে, বিনোদ কুমার বিন্নি আলাদা হয়ে যাওয়ার পর আম আদমি পার্টির ২৭, কংগ্রেসের ৮ ও ৩জন স্বতন্ত্র বিধায়ক রয়েছেন।

স্বতন্ত্র বিধায়ক রামবীর শওকিন বলেন, সংখ্যাগরিষ্ঠ দল সরকার গড়ার ডাক পেল দিল্লিতে সরকার গঠন করবে বিজেপিই।

এদিকে দিল্লিতে সরকার গঠন নিয়ে আজই দেশের শীর্ষ আদালতের শুনানি হতে পারে। আদালতের কাছে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে আজ।
দিল্লির রাজনৈতিক ভাগ্য নির্ধারন হবে আজ। দিল্লিতে সরকার গঠন নিয়ে আজ শুনানি রয়েছে শীর্ষ আদালতের।



মন্তব্য চালু নেই