দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এএনআই।

ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও প্রদান করে।

এছাড়া রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে একাত্তরের মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহীদ হয়েছেন তাদের মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ প্রদান করবেন প্রধনামন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে সাতজনের নিকটাত্মীয়দের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুক্তিযুদ্ধ সম্মাননা পদক’ এবং সম্মাননাপত্র তুলে দেবেন। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন এবং বক্তৃতা দেবেন। প্রাথমিকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ এক হাজার ৬৬১ জনকে মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে।

চারদিনের সফরে গতকাল ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত বছর প্রধানমন্ত্রী হিসেবে এটি শেখ হাসিনার ভারত সফর।

গতকাল শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর প্রটোকল ভেঙে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান নরেন্দ্র মোদি।



মন্তব্য চালু নেই