সোহরাওয়ার্দীতে জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠানে এইচটি ইমাম :

‘দানবদের হত্যার মাধ্যমে পতাকা রক্ষা পাবে’

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘দানবদের হত্যার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা ও পতাকা রক্ষা পাবে।’

সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উৎসবের উদ্বোধন করেন এইচ টি ইমাম। বেলা সোয়া ১২টার দিকে তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শাহবাগ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়ে ফের শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

পতাকা ‍উৎসবে আরো উপস্থিত আছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।



মন্তব্য চালু নেই