দাউদকান্দির বিটেশ্বরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ১৫ দিনের সাজা

২৬ অক্টোবর দাউদকান্দির বিটেশ্বরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের সাজা প্রদান করেছে।
জানা যায়, আজ বুধবার দুপুরে উপজেলার বিটেশ্বর বাজারে সহিদ মিয়ার চায়ের দোকানের পিছনে মাদক সেবনরত তিন মাদকসেবীকে ১৫ দিনের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

উক্ত বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চলাকালিন গোপন সংবাদেরভিওিতে দাউদকান্দি মডেল থানার এএসআই সজিবের নেতৃত্বে কয়েক জন পুলিশ সহিদ মিয়ার চায়ের দোকানের পিছন থেকে মাদক সেবনের দায়ে ও ৫ পুড়িয়া গাঁজাসহ জহিরুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৩) ও কাউসার আলম (৩৭) কে আটক করে।

এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমিন মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, দাউদকান্দিতে নতুন ইউএনও মোঃ আল আমিন যোগদানের পর মাদক বিক্রেতা ও মাদকসেবীরা মহা আতঙ্কেরর মধ্যে রয়েছে। কারণ, তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন বলে যোগদানের পরপরই সবাইকে জানিয়ে দিয়েছেন।



মন্তব্য চালু নেই