‘থার্টি ফার্স্ট নাইটে উম্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, শুক্রবার ২৫ ডিসেম্বর ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে উম্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। এ নিষেধাজ্ঞা অমান্য করে যারা উম্মুক্ত স্থানে অনুষ্ঠান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, সামনে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের দুটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র‌্যাবের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।



মন্তব্য চালু নেই