তেল অপসারণে ব্যর্থ বনবিভাগ

সুন্দরবনের শ্যালা নদীতে শুধু লোক দেখানো তেল অপসারণ অভিযান চলছে, অন্যান্য স্টেশন ও ক্যাম্প এলাকায় তেল অপসারণে কোনো উদ্যোগ নেই বনবিভাগের বলে অভিযোগ উঠেছে।

পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে বনের মাটি, গাছপালা ও লতাপাতায় লেগে থাকা তেল অপসারণে ব্যর্থ হয়েছে বনবিভাগ। তাই বুধবার সকাল থেকে আবারো হাত দিয়েই তেল অপসারণ ও সংগ্রহের কাজে নামানো হয়েছে স্থানীয় লোকজনকে।

বনবিভাগের কর্মকর্তারাই এ তেল সংগ্রহ কাজের তদারকি করছে। আর তাদের সহায়তা করছে মংলা বন্দর কর্তৃপক্ষ, মংলা পোর্ট পৌরসভা ও কয়েকটি এনজিও। তেল সংগ্রহের অভিযান আজ থেকে বন্ধ করে দেয়ার কথা থাকলেও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তা সকাল পর্যন্ত বহাল রয়েছে। আগামীকাল থেকে বন্ধ ঘোষণা হতে পারে তেল সংগ্রহ অভিযান বলে জানিয়েছে চাঁদপাই স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।

তেলের ট্যাংকার দুর্ঘটনা কবলিত শ্যালা নদীতেই শুধু লোক দেখানো তেল অপসারণের কাজ চলছে। কিন্তু তেল ছড়িয়ে পড়া বনের অন্যান্য স্টেশন ও ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে না।



মন্তব্য চালু নেই