তৃণমূল কংগ্রেস মানে কী? কবিতা লিখে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সব সময়েই চর্চার বিষয় হয়। সম্প্রতি সেটা অনেক গুণ বেড়েছে। মোবাইল থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাঁর লেখা বিভিন্ন ছড়া। কিন্তু রাজনীতিক মমতা রাজনীতি নিয়েও কম কবিতা লেখেননি। নোট বাতিলের পরে নরেন্দ্র মোদীর বিরোধিতা করেও তিনি কবিতা লিখেছেন। দিন কয়েক আগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যেও তিনি নিজের কবিতা পাঠ করেছেন বক্তব্য রাখতে গিয়ে।

কিন্তু নিজের দল সম্পর্কে তিনি নিজে কী বলেছেন? তৃণমূল কংগ্রেস মানে কী? এটাও বেশ কয়েক বছর আগেই নিজের এক কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি লেখেন সেই কবিতা। যেখানে তাঁর সরকারের প্রথম চার বছরের সাফল্যের কথাও তুলে ধরেন।

পড়ুন সেই কবিতা—

তৃণমূল মানে
তৃণমূল মানে এসেছে সুদিন, দুঃশাসনের প্রতিকার;
তৃণমূল মানে রাম আর রহিম,
শিখ-খ্রিস্টান একাকার।
তৃণমূল মানে পেট ভরে ভাত,
খাদ্য-সাথীর আহ্বান,
তৃণমূল মানে সবুজ সাথীতে;
কন্যাশ্রীর জয়গান।
তৃণমূল মানে ছাত্র-যৌবন।
যুবশ্রীর নতুন সকাল
তৃণমূল মানে সুষম স্বাস্থ্য,
বিনাপয়সায় হাসপাতাল।
তৃণমূল মানে রায়বেঁশে ছৌ
মাটির গন্ধে বাউল গান;
তৃণমূল মানে কৃষকের ঘরে;
স্বপ্নে বোনা সবুজ ধান।
তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,
শিল্প, শিক্ষা, সংস্কৃতি
তৃণমূল মানে চার বছরেই
পূর্ণ সকল প্রতিশ্রুতি।



মন্তব্য চালু নেই