তুরস্কের নতুন প্রধানমন্ত্রীকে তারেকের অভিনন্দন
তুরস্কের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ড. আহমেত দাবুটোগলুকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার প্রেরিত এক অভিনন্দন বার্তায় তারেক রহমান প্রধানমন্ত্রী আহমেত তাবুটোগলুর বিগত দিনে একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে দক্ষতার স্বাক্ষর রেখেছেন, আগামী দিনেও তার দেশ ও দলের নেতৃত্বদানে সফল হবেন বলে আশা প্রকাশ করেন।
অভিনন্দনের জবাবে তুরস্কের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশেষ ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সম্পর্ক আগামী দিনগুলিতে আরো বৃদ্ধি পাবে বলে বার্তায় আশা প্রকাশ করেন তারেক রহমান। এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার রাতে তুরস্কের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলী সারাএকার সঙ্গে ফোনালাপের পর একে অপরের বার্তা হস্তান্তর করেন বলে বাংলামেইলকে জানান হুমায়ুন কবির।
মন্তব্য চালু নেই