আইসল্যান্ডের কাছে ডাচদের হার

২০১৬ ইউরো বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরে গেছে শক্তিশালী নেদারল্যান্ডস।

সোমবার রিখজাভিকের ম্যাচে সোয়ানসি সিটির মিডফিল্ডার জিলফি সিগার্ডসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে পরাস্ত হয়েছে ‘দ্য অরেঞ্জ’রা। যা চিন্তায় রাখছে ডাচ ফুটবল ফেডারেশননকে। কারণ গাস হিডিঙ্কের দ্বিতীয় মেয়াদে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হার মানলো গত বিশ্বকাপের তৃতীয় সেরারা।

রিখজাভিকে ঔজ্জল্য ছড়ানোর আগে তুরস্ক ও লাটভিয়ার বিপক্ষেও দুরন্ত ফর্ম দেখিয়েছিল সিগার্ডসন। সোমবার ফের তারই যেন পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এদিন জোড়া গোল করার মাধ্যমে গত তিন ম্যাচে চারবার লক্ষ্যভেদ করার কৃতিত্ব দেখালেন সোয়ানসি তারকা। যা ইউরো বাছাইয়ে আইসল্যান্ডের জয়রথকে অব্যাহত রাখলো। কারণ এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছিল তারা।

এদিন রবিন ভন পার্সির নেদারল্যান্ডসকে প্রথমার্ধেই দুই গোল দেয় আইসল্যান্ড। স্বাগতিকদের প্রথম গোলটি খেলার ১০ মিনিটে। আর দ্বিতীয় গোলটি বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে। দুটি গোলটি এসেছে সিগার্ডসনের পা থেকে। যা ভূপাতিত করে ডাচদের।



মন্তব্য চালু নেই