তিস্তায় অর্ধেক পানি চাইবে বাংলাদেশ

নৈশভোজে কি বরফ গলবে?‌ এখনও নিশ্চিত নয় কোনও পক্ষই। তবে তিস্তা দিয়ে প্রবাহিত পানির অর্ধেক অংশ চাইবে বাংলাদেশ।বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলির বরাত দিয়ে বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করেছে ভারতের দৈনিক বাংলা পত্রিকা আজকাল। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরত সফরে দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই তিস্তার পানিবন্টন নিয়েও আলোচনা হবার কথা রয়েছে।

আজকাল পত্রিকাকে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, ‘‌আমরা তিস্তার পানির অর্ধেক ভাগ চাইব। কিন্তু ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যা আছে। দেখা যাক তারা সেটা সমাধান করতে পারেন কিনা।’‌

আজকালের খবরে বলা হয়, তিস্তার পানি বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে সব থেকে বড় বাধা আসতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছ থেকে। সে ব্যাপারে কিছুটা অবহিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও আলোচনার টেবিলে এনে সমাধানসূত্র খোঁজার চেষ্টা চলছে। এর ওপর বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিও অনেকটা নির্ভর করছে।

আজকালের খবরে আলো বলা হয়, ভারতের থেকে তিস্তার পানি না পেলে দেশের মধ্যে চাপে পড়বেন হাসিনা। ভারতবিরোধী সুর আরও তীব্র হয়ে উঠতে পারে। জঙ্গিরা এই সুযোগটা কাজে লাগাতে পারে।

সূত্রের দাবি, পঞ্চাশ শতাংশ পানি যে পাওয়া যাবে না, সেটা বাংলাদেশ সরকারও জানে। তবু দর কষাকষির একটা রাস্তা খোলা রাখতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশে অন্য কোনও শক্তি ক্ষমতায় চলে এলে দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা আছে। সেক্ষেত্রে ভারত আরও কিছুটা উদার হবে, এমনই আশা বাংলাদেশের বিভিন্ন মহলে। ‌



মন্তব্য চালু নেই