তিন সিটিতে ভোটগ্রহণ ২৮ এপ্রিল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে ইসি সচিবালয়ের সভাকক্ষে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।

এর আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের আজকের এ বৈঠক শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করা হবে বলে জানিয়েছিলেন।

এর আগে সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়েছিল। দীর্ঘ ৭ বছর সীমানা ও আইনি জটিলতার কারণে ডিসিসি নির্বাচন আটকে ছিল। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা নির্ধারণের গেজেট ইসিতে পৌঁছলে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তোড়জোর শুরু করে। দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার ডিসিসির দুই সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশনেরও তফসিল ঘোষণা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।

এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার আছে।



মন্তব্য চালু নেই