তিন ‘যুদ্ধে’ ডিসিদের ভূমিকা রাখার আহ্বান তথ্যমন্ত্রীর

জঙ্গি দমন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সচিবালয়ে শুক্রবার (২৯ জুলাই) জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ ও শেষদিনের প্রথম অধিবেশন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ইনু বলেন, ‘বর্তমানে একটা জঙ্গি দমনের যুদ্ধ চলছে, উন্নয়নের যুদ্ধ চলছে, সুশাসন প্রতিষ্ঠান যুদ্ধ চলছে। এ তিনটি যুদ্ধে জেলা প্রশাসকদের সংবিধানের বর্ণিত নির্দেশিক পথে চার নীতির ওপর দাঁড়িয়ে ভূমিকা রাখার জায়গা আছে।’

‘আমরা মনে করি, গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকদের জঙ্গি দমনের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ, সুশাসন প্রতিষ্ঠান যুদ্ধ-এ তিন যুদ্ধে ভূমিকা রাখা সাংবিধানিক কর্তব্য। সেই কর্তব্য পালনে আমরা আহ্বান জানিয়েছি’ বলেন জাসদ সভাপতি।

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকগণ হচ্ছেন কেন্দ্রীয় সরকার এবং জনগণের মাঠ পর্যায়ের প্রশাসনের মাঝে সব চাইতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংবেদনশীল জায়গা। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে জেলা প্রশাসকগণ। তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এ জেলা প্রশাসক সম্মেলনে। সরকার তাতে উপকৃত হয়। সরকারও তাদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে আলাপ করে যাতে সেটা বাস্তবায়ন হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে যে সব নতুন নতুন প্রস্তাব আছে সেগুলো তারা (ডিসি) তাদের অভিজ্ঞতা থেকে দিয়েছেন। সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। সে ব্যাপারে পরে আমরা যথাযথ ভূমিকা রাখব। বাস্তবায়নের সমস্যাগুলো নিয়ে আলাপ-আলোচনা করেছি।’

তথ্য অধিকার আইনের বাস্তবায়ন ও সাংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিরা চেয়ে থাকেন, এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের নিবন্ধন দেওয়ার দায়িত্ব জেলা প্রশাসকদের, পুরনো আইনে কীভাবে দিতে হবে, কীভাবে সংবাদপত্র বাতিল হয় তার পুরো এখতিয়ার জেলা প্রশাসকদের ওপর আগে থেকেই আছে। এখানে নতুন কোনো বিধান গত ৭ বছরে তৈরি হয়নি। সেই আইনই পালন করা হচ্ছে, এর বাইরে কিছু নেই।’

তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। সেখানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ তিন মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।



মন্তব্য চালু নেই