করারোয়ায় শিক্ষক আব্দুল গফ্ফারের জানাজায় ফিরোজ আহম্মেদ স্বপন :

তিনি যে কত প্রিয় ছিলেন সেটি জানাযা নামাজের এই উপস্থিতিই প্রমাণ করে

সাতক্ষীরার কলারোয়া কাজীরহাট হাইস্কুলের বিএসসি শিক্ষক আব্দুল গফ্ফার হৃদযত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহী রাজিউন)। শুক্রবার রাত দেড়টার দিকে পরিবারের সদস্যদের ও চিকিৎসকের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকলের পরিচিত গুণি এ শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলীসহ সমাজের সর্বস্তরের অসংখ্য মানুষ। এদিকে, শুক্রবার বিকেল ৩টায় সবার প্রিয় স্যার আব্দুল গফ্ফারের কর্মস্থল কাজীরহাট হাইস্কুল চত্বরে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত থেকে বিপুল সংখ্যক সমাগত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ। ফিরোজ আহম্মেদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, আব্দুল গফ্ফার সত্যি সত্যি একজন ভালো মানুষ ছিলেন। তাই তিনি সবার প্রিয় ছিলেন। আর তাঁর জানাযা নামাজে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই সেটা প্রমাণ করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহিদুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষক নেতা ইউনুচ আলী, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান, অধ্যক্ষ আবীর হোসেন, অধ্যক্ষ কবীর উদ্দীন বিশ্বাষ, এ্যাড, আশরাফুল আলম বাবু, প্রভাষক রেজাউল ইসলাম, আশিকুর রহমান, আরিফ বিল্য¬াহ, মাষ্টার মহসিন কবীর, মাষ্টার হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, মশিয়ার রহমান বাবু, আরিজুল ইসলাম, সাংবাদিক শামছুর রহমান লাল্টু, সাইফুল ইসলামসহ সমাজের সর্বস্তরের সুধিজন।
জানাযা নামাজ পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। জানাযা নামাজ শেষে নাকিলা গ্রামে নিজ বাড়ির কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, সদ্য প্রয়াত স্যারের প্রিয় কর্মস্থল কাজীরহাট হাইস্কুলে ১ দিনের ছুটিসহ ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।



মন্তব্য চালু নেই