তিকরিত সংঘর্ষে সাদ্দামের কবর ধ্বংস

ইরাকের তিকরিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধকালে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে সাদ্দামের মরদেহ পুরোপুরি মাটিতে মিশে গেছে।

সোমবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অ্যাসোসিয়েট প্রেসের (এপি) একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তিকরিতের আল-আওজা গ্রামে নির্মিত সাদ্দাম হোসেনের সমাধির ছাদসহ পিলারগুলো ধসে পড়েছে।

ইরাকি বাহিনী ও ইরানের সাহায্যপ্রাপ্ত শিয়া মিলিশিয়ারা ইসলামি স্টেট (আইএস) সৈন্যদের তিকরিত থেকে সরিয়ে দিতে চলতি বছরের ১ মার্চ থেকে যুদ্ধ করে আসছে। গত বছরের জুন মাসে শহরটি আইএসের সৈন্যরা দখল করে নিয়েছিল।

উল্লেখ্য, ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম এই তিকরিত শহরে। ২০০৩ সালে মার্কিন সৈন্যরা তাকে গ্রেফতার করেছিল। পরে তাকে ফাঁসি দিয়ে তিকরিতে সমাহিত করা হয়

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই