তারেক রহমানের শাস্তির দাবিতে পাবনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন পাবনার মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুর ১২টার দিকে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক মুক্তিযোদ্ধা। মানববন্ধন থেকে তারেক রহমানকে দ্রুত দেশে এনে তাকে রাষ্ট্রদোহী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

 

পাবনার আতাইকুলায় গণপিটুনিতে নিহত ১, আহত ১
পাবনার আতাইকুলায় মোবাইল ফোনের টাওয়ারে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে রাজন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজু আহম্মেদ (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলাধীন আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাজন সদর উপজেলার চক ছাতিয়ানী গ্রামের মো: পিন্টুর ছেলে ও আহত রাজু একই গ্রামের মাসুম হোসেনের ছেলে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, সোমবার দুপুরে আতাইকুলার তেবাড়িয়া গ্রামে গ্রামীণ ফোনের টাওয়ারে চুরি করতে যায় রাজন ও রাজু। টের পেয়ে ওই টাওয়ারের গার্ড চিৎকার শুরু করলে স্থানীয় এগিয়ে এসে দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাজন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত রাজুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম খান সাময়িক বরখাস্ত
পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: জুহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার প্রজ্ঞাপন জারী করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: সবুর হোসেন এর এক ফ্যাক্স বার্তায় সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।
প্রজ্ঞাপনা আরো বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম খান এর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা নং ৬, তারিখ-২১/০২/২০১৪ ধারা-আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগ পত্র গৃহিত হয়।
পজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ ধারা সংশোধিত এর ধারা ১৩(খ)(৯) অনুসারে আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।



মন্তব্য চালু নেই