তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

চাঁদাবাজির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করেছিল দুদক। হাইকোর্টের আদেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করেন এবং তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই