তাণ্ডবের তথ্যচিত্র প্রদর্শন করবে আ.লীগ
বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডবের তথ্যচিত্র প্রদর্শন আওয়ামী লীগ।
এ উপলক্ষে আগামী মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে তাণ্ডবের তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ।
এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও জাতীয় নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক নিমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।
মন্তব্য চালু নেই