‘তথ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে অংশ নেননি’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোনো নির্বাচনী প্রচারে অংশ নেননি। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার মন্ত্রণালয়ের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত আসন্ন পৌর নির্বাচনের প্রচারে অংশ নেওয়া-সংক্রান্ত প্রতিবেদনের ওপর তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে , তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাষাসৈনিক শামছুল হক চত্বরে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পথসভায় যে বক্তব্য রাখেন, সেখানে পৌর নির্বাচন-সংক্রান্ত কোন বক্তব্য ছিল না।

মহান বিজয় দিবসের ওপর তথ্যমন্ত্রীর সাত মিনিটের এ সংক্ষিপ্ত বক্তৃতার সময় অন্য কোনো মন্ত্রীও সেখানে ছিলেন না, এমনকি আসন্ন পৌর নির্বাচনের কোনো প্রার্থীও মঞ্চে ছিলেন না। ফলে তথ্যমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সম্যক অবগত এবং বিধিবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমার দ্বারা যেহেতু কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

এদিকে শুক্রবার দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে ফুলপুরের রিটার্নিং অফিসারের উদ্ধৃত বক্তব্যে বলা হয়, ‘তথ্যমন্ত্রী ফুলপুরে একটি পথসভায় রাজনৈতিক বক্তব্য দেন। এতে তিনি কারও জন্য ভোট চাননি।’



মন্তব্য চালু নেই