ঢাবির প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে লিগ্যাল নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাবিতে ভর্তির বিষয়ে ১৯৭৩ (৪৬) রাষ্ট্রপতির আদেশ ১১ অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই লিগ্যাল নোটিশ পাঠান। সরকারি ডাক যোগে পাঠানো এই নোটিশের জবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে না দিলে উচ্চা আদালতে একটি রিট করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
ঢাবির ভিসি, শিক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরারবর এই নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাষ্ট্রপতির ওই আদেশ মানা হচ্ছে না বলে আইনজীবী ইউনুস আলী আকন্দ এই লিগ্যাল নোটিশ পাঠান।
মন্তব্য চালু নেই