ঢাকা সিটির উন্নয়নে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমার প্রায়ত বাবার স্বপ্ন ছিল সিটি গভর্নমেন্ট গঠন করার। কিন্তু সেটি করতে গেলে কমপক্ষে দুই বছর সময় লাগবে। এ জন্য আমরা দুই মেয়র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির উন্নয়নে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবো। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী তাতে সমর্থন দেবেন।’
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, আবু আলম চৌধুরী, বর্তমান সহ-সভাপতি হেলাল উদ্দিন, পরিচালক আব্দুল হক ও এম এ মোমেন।
মন্তব্য চালু নেই