ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে রেল লাইন কেটে দেওয়ায় নাসিরাবাদ এক্সপ্রেস নামক একটি ট্রেনের ইঞ্জিন ও অপর দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র নিশ্চিত করেছে।

এই ঘটনায় নাসিরাবাদ এক্সপ্রেসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে।

পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিরসরাইয়ের কাছে রেল লাইনের ফিসপ্লেট কেটে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ভোরে নাসিরাবাদ এক্সপ্রেস নামক একটি ট্রেনটি চট্টগ্রাম যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এর পর ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন নোয়াখালীর কাছে আটকা পড়েছে। রেলের প্রকৌশলী বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।



মন্তব্য চালু নেই