ঢাকা কলেজে পুলিশি অভিযান, আটক ২৩

ঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় হলগুলোর বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকা থেকে চাপাতি, রড, দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রমনা জোনের ধানমণ্ডি সার্কেলের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন জানান, হলগুলোতে অভিযান চালিয়ে মোট ২৩ জনকে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জন কলেজের আইডি কার্ড বা কাগজপত্র দেখাতে পারেনি। বাকি ১৩ জন আইডি কার্ড দেখিয়েছে, তবে ঢাকা কলেজের শিক্ষার্থী কি না তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা কলেজের প্রক্টোরের সঙ্গে পুলিশের বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরেই মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বৈঠকের সময় আটককৃতদের মধ্যে যাদের সঠিক কাগজপত্র পাওয়া যাবে, তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই