ঢাকায় পৌঁছেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতি সরাসরি দেখার জন্য ঢাকায় পৌঁছেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোববার বিকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

শাহজালাল বিমানবন্দরে বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক সদর দফতরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান প্রমুখ।

তিন দিনের এই সফরে ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ বাংলাদেশে পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতা দেবেন কিম। এছাড়া বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি পরিদর্শনের কথা রয়েছে তার।

কিম তার সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন।

এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।



মন্তব্য চালু নেই