ঢাকায় পৌঁছেও গাইতে পারলেন না অরিজিৎ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার বিকেলে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবার কথা। সে অনুযায়ী সকালে দলবল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। কিন্তু সব ধরনের প্রস্তুতি থাকার পরও হঠাৎ করেই কনসার্টটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান। মূলত অরিজিৎ সিং এর অসুস্থতার কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়। আশার কথা হলো, সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসম্বের একই স্থানে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ‘অরিজিৎ সিং লাইভ’ কনসার্ট এর আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স। এতে অসুস্থ অবস্থায় উপস্থিত হন শিল্পী অরিজিৎ সিং। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ।

সংবাদ সম্মেলনে অরিজিৎ সিং বলেন, ‘প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ গত ৩ ডিসেম্বর হঠাৎ করেই আমার ডান চোখে ভাইরাস সংক্রামণ ঘটে। আমার চিকিৎসকের নিষেধ সত্ত্বেও শুধু পেশাদারিত্বের কারণে আপনাদের সামনে স্বশরীরে উপস্থিত হয়েছি। ঢাকাকে আমি খুব ভালোবাসি। কথা দিচ্ছি, আগামী ১২ ডিসেম্বর একই সময়ে একই জায়গায় শ্রোতাদের নিয়ে একসঙ্গে গান গাইব।’

অন্যদিকে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ বলেন,‘কথা দিচ্ছি, অরিজিৎ এর কনসার্টটি অবশ্যই হবে। হঠাৎ স্থগিত করা জন্য আমরা অত্যন্ত দুঃখিত।’

উল্লেখ্য, শুক্রবার সকালে অসুস্থ শরীরেই ২০ সদস্যের দল নিয়ে ঢাকায় পৌঁছান অরিজিৎ।



মন্তব্য চালু নেই