ঢাকায় পিতার হাতে পুত্র খুন
ঢাকায় পিতার হাতে পুত্র খুন হয়েছে। ঢাকার রামপুরা এলাকায় সিএনজি চালক পিতার হাতে খুন হয়েছেন রিকশাচালক ছেলে। পিতার নাম দুলাল মিয়া ও ছেলের নাম আলম মিয়া (২০)। তারা রামপুরার বাগিচারটেক এলাকায় থাকতেন। হত্যাকারী পিতা বর্তমানে পলাতক রয়েছেন। খুন হওয়া আলমের স্ত্রী নাদিয়া বেগম জানান, আট মাস আগে তার সঙ্গে আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর তাকে ভালো চোখে দেখতেন না। এরই জেরই ধরে প্রতিদিনই দুলাল মিয়া খারাপ ব্যবহার করতেন। নাদিয়ার ভাষ্য অনুযায়ী, নাদিয়া ও আলম পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার বেড়াতে যান। ফিরে দেখেন তাদের খাবারে পাউডার জাতীয় কিছু একটা মেশানো হয়েছে। নাদিয়া সেটিকে বিষ বলে দাবি করছেন। ওই রাতে খাবারে ‘বিষ’ মেশানোর বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মঙ্গলবার ভোর চারটার দিকে দুলাল মিয়া একটি লোহার পাইপ দিয়ে ছেলে আলমের মাথায় আঘাত করেন বলে জানিয়েছেন নাদিয়া। লোহার পাইপের আঘাতে আলম অচেতন হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই