ঢাকায় নেমেই ‘গণধর্ষণের’ শিকার শিশু

রাজধানীর তেজগাঁয়ে ১৩ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গণধর্ষণের শিকার হয়েছে ভেবে মেয়েটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে। তবে মেয়েটি এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।

রাত সোয়া তিনটার দিকে তেজগাঁও থানার পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মশিউর রহমান তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে সে ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

তেজগাঁও থানার এসআই খোকন জানান, মেয়েটা তার বন্ধুর সঙ্গে ময়মনসিংহের ত্রিশাল থেকে ঢাকা আসছিল। তেজগাঁও রেল স্টেশনে নামার পর তার বন্ধুকে হারিয়ে ফেলে। পরে পুলিশ তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। পুলিশের ধারণা মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বন্ধুর নাম ঠিকানা বলতে পারেনি।

তিনি বলেন, গণধর্ষণের শিকার হয়েছে ভেবে মেয়েটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে। রিপোর্ট পাওয়ার সবকিছু বলা যাবে।



মন্তব্য চালু নেই