‘ঢাকার রাস্তায় পশুর হাট বসবে না’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান বলেছেন, আসন্ন কোরবানির ঈদে ঢাকা মহানগরের কোন সড়কে পশুর হাট বসবে না। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার মহাখালী বাস টার্মিনালে অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যানজট নিরসনে এবার রাজধানীতে রাস্তায় পশুর হাট বসতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এরই মধ্যে দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারাও এ ব্যাপারে একমত পোষণ করেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ডিএমপি কমিশনার অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সর্বসাধারণ ও গাড়িচালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন। কার্যক্রমটি আয়োজন করে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।

এ সময় আরো উপস্থি্ত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক, পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ ইউনিয়নের সভাপতি মো. ছাদিকুর রহমান হিরু, ঢাকা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।



মন্তব্য চালু নেই