ঢাকার মিরপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক নিহত

রাজধানী ঢাকা মিরপুর রোডে টেকনিক্যালের সামনে একটি পিকআপ সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে পিকআপের চালক নিহত হয়েছেন। নিহতের নাম জহির (৪০)।
শুক্রবার ভোর ৫টার দিকে তিনি দুর্ঘটনায় কবলিত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী বিলকিস বেগম জানান, তাদের বাড়ি গাবতলীর গৈদ্যারট্যাগ এলাকায়। ভোর সাড়ে পাঁচটার সময় তিনি তার স্বামীর দুর্ঘটনার কথা শুনে ঢামেকে আসেন। জহির তার গাড়িতে করে কসাইদের জন্য গরু নিয়ে আসছিলেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই