ঢাকার নাম ‘মুজিবনগর’ করার দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার দাবি জানানো হয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

ন্যাপ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সংগ্রামের বিনিময়েই এ দেশের সৃষ্টি হয়েছে। সুতরাং তার নামেই বাংলাদেশের রাজধানীর নামকরণ করা উচিৎ। আমরা এ সরকারের প্রধানকে রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘তিনি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তিনি গণতন্ত্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীতে কেক কেটে জন্মদিন পালন করেন। এটা আমাদের দেশ ও জাতীর জন্য কলঙ্ক। এর চেয়ে বড় বেইমানী হতে পারে না।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি মো. আতাউর রহমান, জাসদ নেতা হুমায়ূন কবির, মো. হোসেন মোল্লা প্রমুখ।



মন্তব্য চালু নেই