ঢাকার কমলাপুরে ট্রেনের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত

রাজধানী ঢাকার কমলাপুরের টিটিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। সায়েদাবাদ থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের এ বাসটির হেলপারসহ ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পর নাজমুল সাবা নাজু (২৩) মারা যান। তিনি দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তার স্বামী দৈনিক জনকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক একেএম ওবায়দুর রহমান। তারা ৬২৯/বি বড় মগবাজারে বসবাস করেন।
একেএম ওবায়দুর রহমান বলেন, ‘বাসটির একেবারেই সামনের আসনে ছিল আমার স্ত্রী, আর আমি ছিলাম তার পেছনের আসনে। দুর্ঘটনার পর দেখতে পাই আমার স্ত্রী রাস্তায় পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। তবে রেলক্রসিংয়ে কোনো সিগন্যাল ছিল না। তাই বাসচালক বিষয়টি বুঝতে পারেনি। মুহূর্তের মধ্যেই আমাদের বাসটিকে ধাক্কা দেয় একটি ট্রেন।’
এদিকে বাকি নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনজনের মরদেহ কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসে থাকা ২০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর থেকেই বাসটির চালক পলাতক।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।’ তিনি বালেন, ‘বাসটি সায়দাবাদ থেকে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল। উল্টো দিক থেকে বাসটি রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। রেলের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে গেছে।’
একই তথ্য দেন শাহজানপুর থানার ওসি মোল্লা জাকির। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ট্রেনটি কমলাপুর স্টেশনে প্রবেশের সময় একটি বাস উল্টো পাশ দিয়ে আসছিল। এতে বাস ও ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়।’
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘রেলের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত আছেন। তারা ঘটনার কারণ খতিয়ে দেখছেন। এ ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হবে।’
সিরাজুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘১০টার দিকে এ ঘটনা ঘটে। তখন প্রচণ্ড বাতাস বইছিল। হঠাৎ বিকট শব্দ শোনা যায়। ফিরেই দেখতে পাই একটি বাস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে কোণায় ঢুকে পড়েছে।’ তবে তার দাবি, ঘটনাস্থলেই চারজন মারা গেছে। বাসের অধিকাংশ যাত্রীই আহত হয়েছে।
এদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) তোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানিয়েছেন, এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তবে বাসটি উল্টো পথ দিয়ে রেলক্রসিং অতিক্রম করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই