‘ড. ইউনূসকে বিনা পয়সায় অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুদের সাথে কোন আপোষ নেই। বেগম খালেদা জিয়া পাকিস্তানের দালাল, সে মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্বাধীনতার শত্রু। আরেকজন লোক রয়েছেন তিনি হলেন, ড. মুহাম্মদ ইউনূস। তাকে আমরা ফোন কোম্পানির অনুমোদন দিয়ে বিনা পয়সায় অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম বলেই গ্রামেগঞ্জে মোবাইল ফোন চালু করেছিলেন। ওই লোক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যাচার করে বিশ্বব্যাংকের অর্থায়ন ফেরত নিতে তিনি ষড়যন্ত্র করেছেন। কিন্তু আজ প্রমাণিত হয়েছে পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন নাসিম।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে তাঁর কাজের জন্য ভোট দেবে।

নাসিম বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলনের নামে বিএনপি-জামায়াত পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারেনি। ওই সময় নির্বাচন হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই