ডিমলায় নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালী ও আলোচনা সভা

হামিদা আক্তার বারী, ডিমলা করেসপন্ডেট, নীলফামারী : আজ ২৮ মে (শনিবার) সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আর্ন্তজাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হযেছে। এবারের ”সকল প্রসূতির জন্য মান সম্মত সেবা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ব্র্যাকের শিশু পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম (এমএনসিএইচ)’র প্রকল্পের সহযোগীতায় ও উপজেলার স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটিতে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্তরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার,আরএমও (ভারপ্রাপ্ত) ডাঃ অনুপ কুমার রায়ের সভাপতিত্বে এবং ব্র্যাকের শিশু পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের ডিমলা উপজেলা ম্যানেজার তন্ময় কুমার রায়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্রী মহদেব কুমার রায়, ব্র্যাকের পিও জিয়াউর রহমান, মিসেস হাওয়া বেগম প্রমূখ। অপর দিকে ডিমলা উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকগুলিতে গর্ভবতী মায়ের প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী (এএনসি ও পিএনসি) সেবায় দিবসটি উপলক্ষে বিশেষ সেবা প্রদান করা হয় বলে খবর পাওয়া গেছে। নিরাপদ মাতৃত্ব দিবসটিতে উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ী দক্ষিনাবাবু কমিউনিটি ক্লিনিকে সংক্ষিপ্ত আলোচনা শেষে ব্র্যাকের স্বাস্থ্য সেবিকাদের সহযোগীতায় শিশু স্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের এনএনসি ও পিএনসি সেবা নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সমরেন্দ্রনাথ সিংহ রায়, বিআরডিপি’র পরিদর্শক ও ক্লিনিকের সদস্য মোঃ নাসির উদ্দিন, ব্র্যাকের উপজেলার ম্যানেজার তন্ময় কুমার রায়, স্বাস্থ্য সেবিকা নুরছাপা বেগম, পরিবার কল্যাণ সহকারী (এফ.ডাব্লিউ.এ) শ্যামলী রানী সিংহ রায়, সিএইচসিপি মহববত হোসেন প্রমূখ।



মন্তব্য চালু নেই